২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার হাদি ফকিরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার রামু উপজেলার বরুয়াপাড়া গ্রামের মো. হাসিমের পুত্র মো. আইয়েস (১৯), মো. মুকিম উদ্দিনের পুত্র রাজা মিয়া (১৮) ও মো. আবদুর জব্বারের পুত্র ওমর ফারুক (২০)।
মিরসরাই থানার উপ-পরিদর্শক আমিরুল মুজাহিদ জানান, ৬শ পিস ইয়াবাসহ তিন যুবককে হাদিফকির হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply