২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে’র সুরাতে ৭ তলা বিশিষ্ট রঘুবীর টেক্সটাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ২১ জানুয়ারি ভোর চারটার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫৭টি দমকল ইঞ্জিন কাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে তথ্য নিশ্চিত করা গেলেও ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণও এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ।
জানা গেছে, পুণে কুম্ভরিয়া রোডে রয়েছে রঘুবীর টেক্সটাইল মার্কেট। সাততলা সেই বাজারে অধিকাংশ দোকানই জামাকাপড়ের। সেখানেই খুব সকালে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। আগুনের ধোঁয়ায় ভরে যায় চারিদিক। খবর পেয়ে দমকল বাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
সুরাতের ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার এনভি উপাধ্যায় জানান, ‘আগুন লাগার সময় বাজারের দোকানপাট বন্ধ ছিল, তাই কোনও ব্যক্তির আটকে পড়া বা প্রাণহানির ঘটনা ঘটার সম্ভাবনা তেমন একটা নেই। যদিও বাজারে প্রচুর জামা কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।’
উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসে সুরাতেরই একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ২০ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। নিহত শিক্ষার্থীরা আগুন লাগার আগে তক্ষশীলা আর্কেড বিল্ডিং তিনতলায় পড়তে গিয়েছিলেন। পড়া শেষে বের হওয়ার সময় আগুন রুদ্ধ হয়ে যাওয়ায় ভয়ে প্রাণ বাঁচাতে উপর থেকে লাফ দিয়েছিল অনেকে।
Leave a Reply