ভারতে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশি মেয়েরা

ফাইনালে বাংলাদেশি মেয়েরা

২৪ ঘন্টা ডট নিউজ। স্পোটর্স ডেস্ক : ভারতে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশি মেয়েরা। সোমবার বিহারের পাটনায় অনুষ্ঠিত ফাইনালে ওঠার লড়াইয়ের ম্যাচে থাইল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টাইগার যুবারা।

ওইদিন ম্যাচের শুরুতে টস জিতে থাইল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় লাল-সবুজের দল। টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রানে থেমে যায় দ্বীপ রাষ্ট্রটির যুবাদের ইনিংস।

ফিল্ডিংয়ে নেমে থাইল্যান্ড শিবিরে শুরুতেই আঘাত হানেন নিগার সুলতানা। অন্যদিকে জাহানারা, অধিনায়ক সালমা ও নাহিদা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি উইকেট না ফেলতে পারলেও রানের চাকাটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় টাইগার যুবারা।

অবশ্য সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জবাবে শামিমা সুলতানার ৩৭ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে ১৬.১ ওভারে ২ উইকেটেই ৯১ রান তুলে টাইগ্রেসরা। কিন্তু শামিমা এলবিডব্লিউ হওয়ার পরই যেন বিপর্যয় নেমে আসে লাল-সবুজের দলে।

২ উইকেটে ৯১ রান থেকে একটা সময় ৮ উইকেটে ১১২ রানে পরিণত হয় বাংলাদেশ। ১৯তম ওভারে তিনটি উইকেট হারিয়ে হারের শঙ্কায়ই পড়ে গিয়েছিল মেয়েরা।

সেখান থেকে শেষ ওভারে চার বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ২৮ রানের ঝড়ো ও নাটকীয় এক ইনিংস খেলে দলকে উদ্ধার করেন ফাহিমা খাতুন। এতে করে শ্বাসরুদ্ধকর এ ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। যেখানে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে এই চার দলের টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ। এখানে ভারতের দুটি দল-‘এ’ও ‘বি’ নামে খেলছে। ভারতীয় ‘বি’ দল উঠেছে ফাইনালে। আগামিকাল বুধবার পাটনায় তাদেরই মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *