কেরানীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

সড়ক দুর্ঘটনা

কেরানীগঞ্জের হজরতপুরে মাইক্রোবাস, অটো-রিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মঙ্গলবার চারজন নিহত ও চারজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে কেরানীগঞ্জের রুস্তম খানের ছেলে আসলামের (৪২) পরিচয় জানা গেলেও বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হেমায়েতপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। পরে অটোরিকশাটি একটি মোটারসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও পাঁচজন।

আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *