ব্রাজিলের সাবেক তারকা গোলরক্ষক সিজার ঢাকায়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আমন্ত্রণে প্রথম অতিথি হিসেবে ঢাকায় প্রথমবারেরমতো পা রাখলেন ব্রাজিলেরর সাবেক তারকা গোলরক্ষকে জুলিও সিজার।

আজ (২২ জানুয়ারি) বাংলাদেশে সময় বিকেল ৫ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান তিনি।

প্রথমবারের মতো বাংলাদেশে এসে নিজের অনুভুতি প্রকাশ করে গণমাধ্যমে জুলিও সিজার বলেন, “এই প্রথম বাংলাদেশে এলাম। এখানকার ফুটবল সম্পর্কে আমি বেশি কিছু জানি না। তবে এখানে এসেছি…এখানকার ফুটবল সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এখানে আসতে পেরে আমি আসলেই খুশি। ফিফা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য।”

নিজের দেশের ফুটবল সম্পর্কে তিনি বলেন, “ব্রাজিল ফুটবলের অন্যতম পরাশক্তি। আমাদের অনেক আইডল আছে, যেমন, রোনালদিনিয়ো, নেইমার, কাকা….বিশ্বের অনেক মানুষ যে আমাদের সমর্থন করবে এটা স্বাভাবিক।”

উল্লেখ্য, আগামীকাল সাড়ে ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন সিজার। এরপর দুপুরে বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সঙ্গে এবং বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে ফটোসেশন করবেন। বিকেল সাড়ে ৩ টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেবেন। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ-বুরুন্ডির সেমি-ফাইনালও দেখবেন বলে বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *