চট্টগ্রামে ট্রাকে তল্লাশীতে মিলল সাড়ে ২৩ হাজার ইয়াবা : চালক ও হেলপার আটক

ট্রাকে তল্লাশী চালিয়ে মিলল ইয়াবা

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে দাড়িয়ে থাকা একটি মিনি ট্রাকে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয়েছে সাড়ে ২৩ হাজার পিস ইয়াবা। এসময় ট্রাক চালক সৈয়দ হোসেন বাদশা (২৮) ও হেলপার আবু তাহের (৩২) কে আটক করা হয়।

বুধবার ২২ জানুয়ারি রাতে নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। আটক দুজনের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে জানা গেছে।

তথ্যটি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মঈনুল ইসলাম। তিনি বলেন, আমবাগান এলাকার ভাঙা পুলের কাছে মেরামতের জন্য দাড়িয়ে ছিলো মিনি ট্রাকটি। এর আগে কক্সবাজার থেকে ঢাকার উদ্দ্যেশে একটি ইয়াবার চালান আসছে খবর ছিলো পুলিশ সদর দপ্তরে।

সদর দপ্তর থেকে প্রেরিত তথ্যমতে আমবাগান এলাকায় দাড়িয়ে থাকা অবস্থায় ট্রাকটি আটক করে সেখানে তল্লাশী করেন কাউন্টার টেরোরিজম ইউনিট। ট্রাকটির চালক ও হেলপারকে চ্যালেঞ্জ করলে একপর্যায়ে ট্রাকের ডেস্ক বোর্ড ও এয়ার ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে রাখা সাড়ে ২৩ হাজার পিসের চালনটি দেখিয়ে দেন। পরে ইয়াবাগুলো উদ্ধারের পাশাপাশি দুজনকে আটক করা হয়।

তিনি বলেন, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে টেকনাফের বাসিন্দা জনৈক সাইফুল নামে এক ব্যাক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে তারা ঢাকার উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিলেন। তবে ঢাকায় কার কাছে ইয়াবাগুলো হস্তান্তর হবে সে বিষয়ে তারা কিছুই জানাতে পারেনি।

বিষয়টি তদন্ত করার কথা জানিয়ে আটক দুজনের বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে বললেন এডিসি মঈনুল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *