জোরেশোরেই চলছে কুবি সমাবর্তনের প্রস্তুতি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অভিষেক সমাবর্তন আয়োজনের বাকি আর মাত্র চারদিন। শেষ মূহুর্তে সমাবর্তনের প্রস্তুতি পুরোদমে চলছে। সমাবর্তনের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করতে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সমাবর্তনকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সমাবর্তনের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, ‘সমাবর্তনের প্রস্তুতি চলছে পুরোদমে। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা সবার সাথে নিয়মিত সভা হচ্ছে। সব ধরণের পুর্ণাঙ্গ প্রস্তুতি নেয়া হচ্ছে। আমরা আত্মবিশ্বাসী। সমাবর্তনের আগেই আমরা সব প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করতে পারবো।’

আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বইছে উৎসবের হাওয়া। বিভিন্ন সৌন্দর্যবৃদ্ধির মাধ্যমে প্রস্তুত হচ্ছে ক্যাম্পাসের প্রতিটি অংশ। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানস্থল নির্মাণের প্রস্তুতিও চলছে পুরোদমে।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব আবদুল হামিদ। সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিবেন। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ।

সমাবর্তনের মাধ্যমে ৫টি অনুষদের মধ্যে মোট ৫৬৪৮ জন শিক্ষার্থীকে মূল সনদ প্রদান করা হবে। তন্মধ্যে স্নাতক পর্যায়ে সনদ পাবেন ৩৫৬১ জন এবং স্নাতকোত্তর পর্যায়ে সনদ পাবেন ২০৮৭ জন গ্র্যাজুয়েট। তবে সমাবর্তনে অংশগ্রাহীর সংখ্যা ২৮৮৮ জন। এছাড়াও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মোট ১৪ জন শিক্ষার্থীকে দেওয়া হবে চ্যান্সেলর পদক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *