ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এশিয়া উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল আধ্যাত্বিক সাধক, মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা, গাউছুল আজম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর ১১৪তম বার্ষিক ওরশ (২৪ জানুয়ারী) শুক্রবার ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
গাউছুল আজম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) এর দর্শনের যথাযথ অনুসরণের মাধ্যমেই মিলবে ইহকালীন ও পরকালীন শান্তি, মুক্তি ও মর্যাদা উল্লেখ করে বিশ্ব নিপেড়ীত মানুষের কল্যাণ ও বিশ্বেবাসীর শান্তি কামনা করে দরবারের বিভিন্ন মঞ্জিলের পক্ষে আখেরী মোনাজাত পরিচালনা করেন, গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী।
এর আগে গত বুধবার হতে ওরশের ৩দিন ব্যাপী কার্যক্রম শুরু হয়। প্রথমে দিনে খতমে কোরআন, খতমে গাউছিয়া, নাতে মোস্তফা পরিবেশন, শানে গাউছিয়া পরিবেশন, মিলাদ মাহফিল, জিকির, ছেমা মাহফিল ও বিশেষ মোনাজাত হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে গাউছুল আজম
মাইজভান্ডারী (ক.) এর রওজায় গোসল ও গিলাফ চড়ানোর ব্যবস্থা করাসহ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া ওরশে আগত ভক্ত-আশেকানরা মাইজভান্ডার বিভিন্ন মঞ্জিলে সারিবদ্ধভাবে সাজ্জাদানশীনদের সাথে সাক্ষাত করে।
পরে মাজার সমূহ জেয়ারতের মাধ্যমে নিজদের মনোবাসনা পূরণে কোরআন তেলোয়াত, জিকির-আজকার করে মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদে মশগুল থাকতে দেখা যায়।
ওরশ উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছিল হযরত আহমদ উল্লাহ (ক.) রওজাসহ অন্যান্য রওজা এবং মঞ্জিল গুলো।
Leave a Reply