জিয়া পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেমে নেই:কর্ণেল অলি

সাবেক মন্ত্রী, ২০ দলীয় জোটের সমন্বয়ক ও এলডিপির চেয়াম্যান ড. কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, জিয়া পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেমে নেই। আধুনিক বাংলাদেশের রূপকার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া সরকারের রোষানলে জেল হাজতে আজও বন্দি।

ক্ষমতাসীন জালিম সরকারের দু:শাসনে দেশবাসী অতিষ্ট। ১/১১ সরকারের সরকারের মেন্টাল টর্সারে পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামীলীগের মামলার জালে ফরমায়েশী সাজার রায়ে নানাবিধ মানসিক অত্যাচারে অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন শহীদ জিয়া ও খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো।

রাষ্ট্রীয় হাজার হাজার কোটি টাকা খরচ করে জিয়া পরিবারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত ক্ষমতালোভী আওয়ামীলীগ।

আওয়ামী দু:শাসনে দেশের সাধারণ জনগণ নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, শেয়ারবাজার লুট, ব্যাংক লুটে ব্যস্ত ক্ষমতাসীন।

তিনি আজ ২৪ জানুয়ারী শুক্রবার বাদে জুমা আমানত শাহ মাজার সংলগ্ন মসজিদে আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম। মিলাদ ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম।

তিনি এ সময় কোকোর রূহের মাগফেরাত কামনা করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কোকোর ভুলত্রুটি ক্ষমা করে আল্লাহর দরবারে দোয়া করেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও রোগমুক্তির জন্য দোয়া করেন।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ ইলিয়াছ, আবদুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সম্পাদ সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, সহসাধারণ সম্পাদক ওসমান গণি মুজিবুর রহমান রাসেল, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, মো. ইকবাল, দিদারুল আলম, সহ সম্পাদক কমল জ্যোতি, জহিরুল ইসলাম জহির, কামরুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু, আশ্রাফ উদ্দিন, ইব্রাহিম খান, জাফর সাদেক সোহেল, আবুল কালাম আবু, মো. ইউসুফ, জাহাঙ্গির আলম মানিক, ইমরান ভূঁইয়া, সদস্য লতিফুল বারী সুমন, আবদুল্লাহ আল মামুন, সাব্বির ইসলাম ফারুক, আবদুর করিম।

থানা যুবদলের কুতুব উদ্দিন মনজুর আলম মঞ্জু, শওকত খান রাজু, আকাশ রাসেল, রাসেল রানা বাবু, আমজাদ, মুশফিকুর রহমান নয়ন, শফিকুল আলম, সুজাত হোসেন সুজন, রুবেল, সৌরভ বড়ুয়া, রবিউল ইসলাম সুমন, রুবেল, মো. হাসান, জহিরুল ইসলাম, রাসেল খান, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মোজাম্মেল, তারেক রহমান, এম এস অভি প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *