সীতাকুণ্ডের সি.সি.সি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

সীতাকুণ্ডে সুবর্ণ জয়ন্তী

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ‘এসো স্মৃতির অঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ এই শ্লোগানে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী চিটাগং ক্যামিকেল কমপ্লেক্স (সিসিসি) উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন হয়েছে।

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে স্কুলটি, এ উপলক্ষে নানাবিধ সাংস্কৃতিক আয়োজন আর নবীন-প্রবীণদের প্রাণের মেলায় মেতে ছিল শিক্ষা প্রতিষ্ঠানটি।

শনিবার (২৫ জানুয়ারি) বাড়বকু-স্থ সিসিসি স্কুলের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে জমকালো আয়োজনে মুখরিত ছিল স্কুল প্রাঙ্গণ। সকালের ১ম পর্বে বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর আগে বর্নাঢ্য এক র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রায় আধা কিলোমিটার মহাসড়ক পদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববাদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

অনুষ্ঠানের আহবায়ক লায়ন মো.গিয়াস উদ্দিনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ শামীম আল রাজী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব প্রফেসর আবদুল আলীম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল কবির, সিসিসি উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে প্রমূখ।বিদ্যালয়ের ৫০ বছরে সূবর্ণ জয়ন্তী

প্রথম পর্ব শেষে বিকেলের ২য় পর্বে অনুষ্ঠিত হয় গুণীজন সম্মাননা, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, বর্ণীল আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যায় মেতে উঠেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী আর শিক্ষকরা।

অনুষ্ঠানে মিরাক্কেল খ্যাত আরমানের পরিবেশনা উপস্থিত হাজারো দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *