২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে আগুনে পুড়ে শুপ্রভা বড়ুয়া নামে ছয় মাসের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সলিমপুর এলাকায় এঘটনা ঘটে।
সীতাকুণ্ড মডেল থানার জিডি সূত্রে জানা যায়, সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকার বৌদ্ধ মন্দির পাহাড়ের উপরে ওমান প্রবাসী স্বপন বড়ুয়া তার স্ত্রী সুমী বড়ুয়া, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন।
সুমি বড়ুয়া শনিবার সকালে ঘর থেকে বের হলে দুই মেয়ে ও এক ছেলে চুলার আগুন নিয়ে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত তাদের টিনসেড ঘরে আগুন লেগে যায়।
দুই মেয়ে ও এক ছেলে ঘর থেকে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু পাহাড়ের উপর পানি স্বল্পতার কারনে আগুন নেভাতে দেরী হওয়ায় ঘরের ভিতর খাটের উপর শুয়ে থাকা শিশু কন্যা শুপ্রভা বড়ুয়া আগুনে পুড়ে মৃত্যু বরন করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামিম শেখ জানান, এ ঘটনায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply