সহজ জয়ে সিরিজ জয় পাকিস্তানের

লাহোরে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান। আগামী সোমবার তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় জিততে না পারলে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে গতকাল মাত্র ১৪১ রান করতে পেরেছিল বাংলাদেশ। এরপর আজকে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতেছিল টাইগাররা। টসে জিতে একইভাবে আগে ব্যাটিং করে আরো করুণ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন টাইগার বাহিনী। চরম দুর্ভোগের দিনে আজকে পাকিস্তানকে মাত্র ১৩৭ রান টার্গেট দিতে পেরেছে বাংলাদেশ। একইসঙ্গে পরপর দুইদিন টানা লজ্জার রেকর্ড গড়েছেন তামিমরা।

পাকিস্তানে এমনিতেই সহজে কেউ খেলতে যেতে চায় না। তাই দেশটির ঘরের মাঠে খুব কম ম্যাচ আয়োজিত হয়। তারপরও কখনো এতো কম রান স্কোর করেনি কোনো দল। আজকে বাংলাদেশের করা ১৩৬ রানই হচ্ছে লাহোরের স্টেডিয়ামে করা সর্বনিম্ন দলীয় স্কোর। গতকাল পর্যন্ত সর্বনিম্ন স্কোর ছিল ১৪১ রান। আর সেই লজ্জার রেকর্ডেরও মালিক বাংলাদেশ।

দুইম্যাচেই তামিমদের মন্থর গতির ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন তাঁরা ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন। পাকিস্তান এমনিতেই ভালোভাবে ফিল্ড সেটআপ করে রেখেছিল। আর বাংলাদেশিরাও প্রচুর ডট বল দিয়ে নিজেরাই নিজেদের ওপর চাপ সৃষ্টি করে নিয়েছিলেন। ফলশ্রুতিতে অহেতুক উইকেটও পড়েছে। এছাড়াও অলস্যতার কারণে রানআউট হওয়ার প্রবণতাও দেখা গিয়েছে। আর খুব কমই সাহসী শট খেলতে পেরেছেন বাংলাদেশিরা। যে কারণে আজো ভালো অবস্থানে নেই টাইগাররা।

এদিন বাবর ও হাফিজের হার না মানা ইনিংসে ৯ উইকেটে জিতল পাকিস্তান। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৪ বল মোকাবেলায় বাবর ৬৬ ও ৪৯ বল মোকাবেলায় ৬৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হাফিজ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৬/৬ (তামিম ৬৫, আফিফ ২১, মাহমুদউল্লাহ ১২, মেহেদী ৯, আমিনুল ৮*, লিটন ৮, সৌম্য ৫*, হাসনাইন ২/২০)।

পাকিস্তান: ১৬.৪ ওভারে ১৩৭/১ (হাফিজ ৬৭*, বাবর ৬৬*)।

ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *