ফেব্রুয়ারি মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
রবিবার (২৬ জানুয়ারী) জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সফরে এবার একটি টেস্ট, তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।
আইসিসির এফটিপি অনুযায়ী জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল মার্চ মাসে। তবে বিসিবি আগেই জানিয়েছিল এগিয়ে আসছে সিরিজটি। শেষ পর্যন্ত তাই হলো। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে।
বাংলাদেশের মাটিতে পা রেখে শুরুতেই একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। একমাত্র টেস্টের আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। দু’দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ২২-২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট। মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
টেস্টের পর চট্টগ্রামে পাড়ি জমাবে উভয় দল। সেখানে ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডেতে লড়বে দুই দল। দিবারাত্রির সবকয়টি ওয়ানডেই অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বন্দরনগরীতে ওয়ানডে সিরিজ শেষে করে আবারও ঢাকায় ফিরে আসবে দু’দল। এরপর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে লড়বে উভয় দল। হোম অব ক্রিকেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯ ও ১১ই মার্চ।
প্রায় মাসব্যাপী সফর শেষে ১২ই মার্চ নিজ দেশে ফিরে যাবে সফরকারীরা।
জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের সূচি-
১৮-১৯ ফেব্রুয়ারি- দুই দিনের প্রস্তুতি ম্যাচ।
২২-২৬ ফেব্রুয়ারি- একমাত্র টেস্ট; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
১ মার্চ- প্রথম ওয়ানডে; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
৬ মার্চ- তৃতীয় ওয়ানডে; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
১১ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
Leave a Reply