স্কুল ছুটির পর বাড়ি ফেরা হলো না সাকিবার

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরা হলো না প্রথম শ্রেণির শিক্ষার্থী শিশু সাকিবা আক্তার (৬) এর।

সোমবার (২৭ জানুয়ারী) স্কুল ছুটির পর দুপুর পৌনে ১২ টায় রামপুর সারকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সাকিবা আক্তার রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী তিশা বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার রামপুর গ্রামের অটোরিকশা চালক শাহজাহান মিয়ার একমাত্র মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইয়াসমিন আক্তার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল ছুটির পর সহপাঠীদের সাথে রাস্তা পার হওয়ার সময় কোম্পানীগঞ্জগামী দ্রুত গতির একটি বেপরোয়া তিশা প্লাস বাসের চাপায় তার মৃত্যু হয়।

স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে বাসটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়। পরে খবর দিলে ময়নামতি হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

এবিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার এসআই টিপু রয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত রয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *