দোলনায় ঘুমিয়ে থাকা পুলিশ পুত্রের লাশ মিলল পুকুরে

নোয়াখালীর সেনবাগে পুকুর থেকে এক কনস্টেবলের ৩ মাস ১০ দিন বয়সী শিশু পুত্র তুর্জয় সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত তূর্জয় সরকার সেনবাগ থানার পুলিশ কনস্টেবল সুমন সরকারের ছেলে।

পুলিশ জানায়, কনস্টেবল সুমন তার পরিবারের সঙ্গে পৌরসভার বিন্নাগনি এলাকায় ভাড়া বাসায় থাকতো। রোববার সন্ধ্যায় বাসার পাশের দোলনায় শিশু তূর্জয়কে শুয়ে রেখে টয়লেটে যায় সুমনের স্ত্রী। ফিরে এসে দোলনায় তূর্জয়কে দেখতে না পেয়ে ঘরে ঘুমিয়ে থাকা সুমনকে ডেকে তূর্জয়ের কথা জিজ্ঞেস করে তার স্ত্রী। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তূর্জয়ের কোন সন্ধান পায়নি তারা। রাত সাড়ে ১০টার দিকে বাসা থেকে কিছুটা দূরের একটি পুকুরের মধ্যে তূর্জয়ের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনার পর পরই কনস্টেবল সুমন সরকার বিষয়টি তাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কারা কী কারণে শিশুটিকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নিহতের বাবা কনস্টেবল সুমন সরকার বাদি হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তির নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি বলেন, ‘কেউ না কেউ নির্মম এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এটা নিশ্চিত। কারণ শিশুটি দোলনায় শোয়ানো ছিল। সে তো হেঁটে গিয়ে পুকুরে পড়েনি।’ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *