জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খানের সভাপতিত্বে আজ ২৯ জানুয়ারি বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়।
১৭ মার্চ ২০২০ তারিখে শুরু হতে যাওয়া মুজিববর্ষে বিভিন্ন জাতীয় দিবসসহ বছরব্যাপী নানা কর্মসূচি পালন এবং মুজিববর্ষ উদযাপন কমিটি গঠনে পরামর্শ গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
র্যালি, আলোচনা সভা, জাতির পিতার জীবনী নিয়ে সেমিনার, রচনা প্রতিযোগিতা, রক্তদান, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি প্রণয়নে সভায় আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মুহাম্মদ রকিবুল কবির ও ডিরেক্টর অব স্টুডেন্ট এক্টিভিটিজ এটিএম মাহমুদুর রহমান।
Leave a Reply