চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। একজন মানুষের মৃত্যুর আগ মূর্হূত পর্যন্ত শিক্ষার শেষ নাই। তাই নিজেকে দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেই জীবনের স্বার্থকতা রয়েছে।
আজ বুধবার সকালে নগরীর মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ আর এম শামীম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ফাতেমা বেগম, অভিভাবক,শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।
সিটি মেয়র বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন পূরণে এখন থেকেই কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে অত্র বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের আশ্বাস প্রদান করেন।সিটি মেয়র বিগত সময়ের তুলনায় এই বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার গুনগতমান বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠান প্রধানসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে মেয়র শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
Leave a Reply