ইভিএমে সিইসি’র আঙুলের ছাপ মিলেনি

রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইএএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে এসময় ইভিএমে ফিংগার প্রিন্ট মেলেনি তার। পরে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিনি ভোট দেন।

জানা গেছে, শনিবার সকাল পৌনে ১১টার দলে আইএএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় ভোটকেন্দ্রের দোতলায় অবস্থিত ৮ নম্বর ভোট কেন্দ্রে ভোট দেয়ার সময় ইভিএমে তার বৃদ্ধাঙ্গুলি স্ক্যান করা হলে তা মেলেনি। পরে জাতীয় পরিচয়পত্র দিয়েই ভোট দেন তিনি।

সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সিদ্দিকা বুলবুল এ বিষয়ে বলেন, ‘সিইসির প্রথম দুটি বৃদ্ধাঙ্গুলির ছাপ নেওয়ার চেষ্টা করা হয়। তবে তা ম্যাচিং করেনি। পরে আমরা আর চেষ্টা করিনি। তাড়াহুড়োর কারণে এবং ভোটার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য আমরা তার এনআইডি নম্বর দিয়ে ভোট নিয়েছি।’

ফিঙ্গার প্রিন্ট না মেলার বিষয়ে সাংবাদিকদের সিইসি কে এম নূরুল হুদা বলেন, ভোট দেয়ার তিন-চারটি উপায় আছে। যান্ত্রিক ত্রুটি হলে যে কেউ অন্য উপায়েও ভোট দিতে পারবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *