রাউজান হলদিয়া উত্তরসর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ট শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল প্রাঙ্গনে প্রধান শিক্ষক দুলাল কান্তি শীলের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান পরিচালিত হয়।
স্কুল শিক্ষক মুহাম্মদ ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্কুল কমিটির সভাপতি লায়ন মুহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন ইমপেরিয়াল হাসপাতালের ম্যানেজার ও শিক্ষানুরাগী সদস্য আলহাজ্জ সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক নুর মুহাম্মদ রানা, অভিভাবক সদস্য নাসির উদ্দিন, মুহাম্মদ সরোয়ার উদ্দিন, মুহাম্মদ নিজাম উদ্দিন।
বক্তব্য রাখেন মাষ্টার মুহাম্মদ হোসাইন, তড়িৎ কান্তি বড়ুয়া, শামসুল আলম, মুহাম্মদ আলী, ইয়াহিয়া নাজিম উল্লাহ, রবিউল হোসেন, শিক্ষার্থীদের পক্ষে বিদায়ী পরীক্ষার্থী সাইফা সরোয়ার, জান্নাতুল মাওয়া আরিফা, জান্নাতুল মাওয়া রিদি, নাজমুন নাহার জেসি, ৯ম শ্রেণীর রিফা আকতার, ৮ম শ্রেণীর সৈয়দুন নেছা তাহিয়া, নাসরিন সুলতানা।
বক্তারা সকল পরীক্ষার্থীদের ভাল ফলাফল অর্জন করে ভবিষ্যতে উচ্চ শিক্ষায় আসিন হওয়ার আহবান জানান। এতে সকল পরিক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন।
Leave a Reply