এসডিজি অর্জন এবং আইআর ৪.০ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ২৩ তম আইডিইবি জাতীয় সম্মেলন এবং “স্কিলস রেডিনেস ফর এচিভিং এসডিজি এন্ড এডপটিং আইআর ৪.০” বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেছেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আইডিইবি জাতীয় সম্মেলন এবং তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের সাফল্য কামনা করেন।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করেছে।

কার্যক্রমের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে হত্যাকান্ডের শিকার জাতির পিতা এবং তাঁর পরিবারের নিহত সদস্যবৃন্দ, শহীদ চার নেতা, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *