২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার পিএবি সড়ক সংলগ্ন চাতরী চৌমুহনী বাজারে সড়কের দু’পাশে সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগ।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের উপসচিব মনোয়ারা বেগমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
প্রায় চার ঘন্টার এ উচ্ছেদ অভিযানের ফলে দখলে থাকা সরকারি জায়গা দখল মুক্ত করা হয়। এতে প্রায় শতাধিক দোকান পাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপসচিব মনোয়ারা বেগম বলেন, বঙ্গবন্ধু টানেলের সংযোগ সড়ক বৃদ্ধি করার লক্ষে পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজারে সরকারি জায়গায় সড়কের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়।
Leave a Reply