২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঐতিহাসিক লালদিঘীর ময়দানে অনুষ্ঠিতব্য সন্ত্রাস, মাদক,জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশের সার্বিক প্রস্তুতির দিকনির্দেশনা দিতে লালদিঘীর মাঠ পরিদর্শন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
আজ সোমবার সকালে তিনি এ পরিদর্শন করেন। আগামী ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ আয়োজনের উদ্যোগে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
এতে ব্যানার, ফেষ্টুন, প্লে-কার্ড নিয়ে ৪১ ওয়ার্ডে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী গঠিত কমিটির আহ্বায়কের নেতৃত্বে ‘সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিকে না বলুন, নিরাপদ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলুন’ শ্লোগান সম্বলিত মিছিল সহকারে সংশ্লিষ্ট ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, আইনজীবী, লেখক, কবি, সাহিত্যিক, কলামিষ্ট, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এই সমাবেশে অংশগ্রহণ করবেন।
পরিদর্শনকালে সিটি মেয়র লালদিঘীর দক্ষিণ অংশে একটি বৃহৎ আকারের পেন্ডেল, মঞ্চে কার্পেট, ভিআইপি টেবিল বক্স, বক্তব্য ডাইস, কুসুম চেয়ার, কাঠের চেয়ার, ভিআইপি সোফাসহ মাঠে মহিলা ও মুরব্বিদের জন্য ৭ হাজার চেয়ার বসানোর নির্দেশনা প্রদান করেন।
এছাড়া মাঠের ভিতরে ৫টি বড় এলইডি স্কিন, কোতোয়ালী মোড়, জেলা পরিষদ মার্কেট, সোনালী ব্যাংক, লালদিঘীর পূর্ব পাশ ও সিনেমা প্যালেস মোড়ে এলইডি স্কিন বসানো সহ আন্দরকিল্লা ও নিউমার্কেট মোড় পর্যন্ত পর্যাপ্ত মাইক বসানোর নির্দেশ প্রদান করেন মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন শৃংখলা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর এইচ এম সোহেল, স্বাস্থ্য শিক্ষা স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু, কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, হাজী নুরুল হক, মো. ইয়াছিন চৌধুরী আশু, এস এম এরশাদুল্লাহ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি হাজী মো. শাহাবুদ্দিন প্রমুখ।
মেয়র এ সমাবেশকে সফল করতে মাইকিং, প্রচার প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ ছাড়া সিটি মেয়র ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত সমাবেশে সার্বক্ষনিক ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারীসহ সুশৃংখল সমাবেশের কতিপয় দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে সমাবেশকে উপলক্ষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ৫ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩ টায় টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
Leave a Reply