চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণীর মৃত্যু

.jpg

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সুমি বৈদ্য (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন। এদিকে সুমীর ছোট ভাই অরুপ বৈদ্যও (১৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার রাতে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন সুমীর মৃত্যু হয়।

সুমি বৈদ্য নগরীর ফ’য়সলেক এলাকার সুমী মেডিকোর মালিক সুনিল বৈদ্যের মেয়ে।

হাসপাতালের আইসিইউ বিভাগের তত্ত্বাবধায়ক প্রদীপ বড়ুয়া জানান, গত ৩০ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত সুমি বেসরকারি ইউএসটিসি হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাকে আবার নিজাম রোডের মেডিকেল সেন্টারে নেয়া হয়।

এর পর তাকে ন্যাশনাল হাসপাতালে নেয়া হয়। সেখানে শনিবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

এদিকে সন্ধ্যায় সুমি ও অরুপের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর সন্ধ্যায় নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে তাদের খোঁজ খবর নেন স্বাস্থ্য দপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ও জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘মূলত ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হওয়ায় সুমির শরীরে রক্ত প্রবাহিত হয়েছে। তাদের দুজনের খবর শুনে আমরা দেখে এসেছি। এর কিছুক্ষণ পরেই সুমির মৃত্যু হয়। যতটুকু শুনেছি, সুমির ডেঙ্গু ধরা পড়ার পর তার বাবার ফার্মেসির দোকান থাকায় নিজে নিজেই চিকিৎসা করেছিলেন। এ বিষয়ে অবহেলা না করে যদি প্রথমেই চিকিৎসা করাতো হয়তো সুমি বেঁচে যেতেন। তবে চমেক হাসপাতালে গিয়ে সুমির ছোট ভাই অরুপকে দেখে এসেছি। সে বর্তমানে কিছুটা ভালো আছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *