২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুরে ইয়াবাসহ মোহাম্মদ আলমগীর দীপু (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১২ টার সময় গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এস আই মাহাবুব সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার ১০ নং ইউনিয়নের উত্তর সলিমপুরস্থ মহাসড়কের পশ্চিম পার্শ্বে মো. ফরিদুল আলম এর বাড়ির সামনে থেকে দিপুকে আটক করে।
পরে তার শরীর তল্লাশী করলে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩২ হাজার সাতসত টাকা।
আটক আলমগীর দীপু উত্তর সলিমপুর ওয়াপদা অফিসের সামনে চৌধুরী বাড়ির মো. ফরিদুল আলমের পুত্র।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার (ইন্টিলিজেন্স) সুমন বনিক বলেন, আটক দিপু দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর (ক) ধারায় মামলা করা হয়েছে।
Leave a Reply