খাগড়াছড়িতে মাহেন্দ্র চালক হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে মাহেন্দ্র গাড়ির চালক ফারুক মিয়ার হত্যাকারীদের গ্রেফতারে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে মাহেন্দ্র-সিএনজি মালিক ও চালক সমিতি। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণার হুমকি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সিএনজি মাহেন্দ্র মালিক এবং শ্রমিক সংগঠনের ব্যানারে শহরের শাপলা চত্বর এলাকায় মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। নিখোঁজের একদিন পর জেলার মহালছড়ির মাহেন্দ্র চালক ফারুক মিয়ার লাশ ২ ফেব্রুয়ারি মাটিরাঙ্গা খালের পার থেকে পুলিশ উদ্বার করে।

মানববন্ধনে খাগড়াছড়ি জেলা সিএনজি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, মাহেন্দ্র চালক কল্যাণ সমিতির আহ্বায়ক জয়েস চাকমা, সাধারণ সম্পাদক মো. মামুন,মহালছড়ি সিএনজি ও মাহেন্দ্র সমিতির সভাপতি বিপুল চৌধুরী বক্তব্য রাখেন।

গত ১ ফেব্রুয়ারি সকালে মহালছড়ি থেকে যাত্রী নিয়ে আলুটিলা পর্যটনে কেন্দ্রে আসেন ফারুক মিয়া। এরপর থেকে তার কোন খোঁজ ছিলনা। এই নিয়ে পরিবার থেকে মহালছড়ি ও খাগড়াছড়ি থানায় মৌখিকভাবে জানানো হয়।

পরে গত ২ ফেব্রুয়ারি খাগড়াছড়ির মাটিরাঙ্গার ১০ নাম্বার ভাঙ্গাব্রীজ এলাকায় খালের পার থেকে মাহেন্দ্র চালক ফারুকের মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *