ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : আরব আমিরাতের রাস আল খাইমায় মৃত্যুবরণ করা মরহুম ইদ্রিসের অসহায় পরিবারকে ১ লক্ষ ১৮ হাজার টাকা অনুদান দিয়েছে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাত।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দুবাইস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে মরহুম ইদ্রিসের সহধর্মিণীর ব্যাংক একাউন্টে এই টাকা প্ররণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাবর, মোহাম্মদ ওসমান , মোহাম্মদ রিয়াজুল করিম রানা,সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সাংবাদিক ওবায়দুল হক মানিক,আজিমুল গণি, হুমায়ুন কবির, আবদুল্লাহ আল শাহেদ ইমরান প্রমুখ।
সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী বলেন, সমিতির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অসহায় প্রবাসীদের সাথে নিয়ে রাঙ্গুনিয়া বাসীদের সহযোগীতায় কাজ করা।
সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার বলেন, এই পরিবারটির জন্য এই অনুদানই শেষ না।পরবর্তীতে আরো সহযোগীতার পাশাপাশি দেশের ব্যাংকে তার বাচ্চাদের জন্য একটি পিক্স ডিপোজিট করে দেওয়া হবে।
Leave a Reply