নানা আয়োজনে কুবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

তাসফিক আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: “পড়ব বই গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২০ উদযাপিত/ পালিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বর্ণাঢ্য এক র‍্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ডেপুটি লাইব্রেরিয়ান মহি উদ্দিন মোহাম্মদ তারিক ভূঁঞার সঞ্চালনায় দিবসটির র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, একটা বিশ্ববিদ্যালয়ে যখন সুন্দরভাবে জ্ঞানচর্চা হবে তখন বাকি সবকিছুর সমাধান হয়ে যাবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার জন্য পরিবেশ খুবই সুন্দর। আর লাইব্রেরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ।”

তিনি আরও বলেন- আগে লাইব্রেরি নিয়ে অনেক সমস্যা ছিল। এখন সেগুলো কিছুটা হলেও সমাধান করেছি।

শিক্ষার্থী যেন লাইব্রেরি মুখি হয় তাই আমরা নানাভাবে লাইব্রেরি কে সাজিয়েছি, আগে প্রচণ্ড গরম ছিল তাই এসির ব্যবস্থা করেছি। লাইব্রেরির কোনো বিকল্প নেই, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানচর্চার জায়গা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *