সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারি থেকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার ভাটিয়ারী এলাকার শ্যামলী পরিবহণ বাস কাউন্টারের পাশ থেকে তাদের গ্রেফতার করারা হয়।

জানা যায়, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে এসআই মো. আব্দুল মজিদ সরকার, এসআই মো. মামুন হোসেন এবং এএসআই রুবেল সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময় সাব্বির হোসেন মুন্না (২৪) ও মো. সুমন খানের দেহ তল্লাশী চালালে তাদের কাছ থেকে ৫ শত পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতার সাব্বির নগরীর আকবরশাহ থানার কর্ণেলহাট এলাকার শাহের পাড়ার মুনছুর আলী বাড়ির জসিম উদ্দিনের ছেলে এবং সুমন খান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বড় খান্দির সুরুজ খানের ছেলে।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ইন্টেলিজেন্ট সুমন বনিক বলেন, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে ভাটিয়ারী থেকে দুইজনকে গ্রেফতার করি, দেহ তল্লাশী করে দুইজনের কাছে পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১),১০ এর (ক) ধারায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *