করোনাভাইরাসে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৩৬।
মৃতদের অধিকাংশই করোনাভাইরাসের আঁতুড়ঘর হুবেই প্রদেশের। গত ২৪ ঘণ্টায় মৃত ৭৩ জনের মধ্যে ৬৯ জনই হুবেই প্রদেশের। তার মধ্যে শুধুমাত্র উহানেই মৃত্যু হয়েছে ৬৪ জনের। বৃহস্পতিবার পর্যন্ত চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১,১৬১। নতুন করে ফের আক্রান্ত হয়েছেন ৩,১৪৩ জন।
সংক্রমণ আটকাতে চীনের ১৯টি শহর বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিমান তো বটেই, ট্রেন-বাস-ফেরি-সহ গণপরিবহণের সমস্ত ব্যবস্থা বন্ধ। স্কুল-কলেজ-অফিস বন্ধ। স্থানীয় বাসিন্দারা রীতিমতো ঘরবন্দি। এমনকি, বাজার করতে বেরেনোতেও রয়েছে নিষেধাজ্ঞা। তার উপরে রোগীর সংখ্যা যে মাত্রায় বাড়ছে, তাঁদের চিকিৎসার সমস্ত সুবিধা দেওয়াও সমস্যা হয়ে যাচ্ছে চীন সরকারের পক্ষে। ১ দিনের শিশুর দেহেও করোনা সংক্রমণ ধরা পড়েছে উহানে। একদিনের ওই শিশুকে নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই শিশুটিই এখন সর্বকনিষ্ঠ যার দেহে এই মারাত্মক ভাইরাসের লক্ষণ মিলল।
ভাইরাসের মোকাবিলা নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, রোগ নিয়ন্ত্রণের খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে এখন দাঁড়িয়ে চীন। এই অবস্থায় স্থানীয় প্রশাসনকে তিনি অনুরোধ করেছেন, ভাইরাস আক্রান্তের খবর পাওয়া মাত্র যেন দ্রুত আইসোলেশনের ব্যবস্থা করা হয়। এই রোগ নিয়ে গুজব ছড়ানো বন্ধ করার উপরেও জোর দিয়েছেন শি।
Leave a Reply