সীতাকুণ্ডের কদমরসুলে সড়ক ও জনপদের জায়গা দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক ও জনপথের বিভাগের জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় উপজেলার কদমরসুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে কদমরসুল এলাকায় রাস্তার পশ্চিম পার্শ্বে স্থানীয় কিছু ব্যক্তি সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে এতে দোকান নির্মাণ করে ভাড়ায় দেয়। বৃহস্পতিবার দুপুরে উক্ত জায়গায় থাকা দোকান ঘর নিয়ে দুই পক্ষের মধ্যে ঝাগড়া সৃষ্টি হয়।

এক পর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় জামাল উদ্দিন (৪৫) কামাল (৫০), জসিম (৪২), জানে আলম (৩৮) এবং সাহাব উদ্দিন (২৮) আহত হয়। এদের মধ্যে জামাল উদ্দিনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এব্যাপারে আহত জামাল উদ্দিন বলেন, আমাদের দোকানের সামনে এলাকার শামসুল আলম ও তার ছেলে অভি এবং আয়ান পিলার লাগিয়ে দখল করার চেষ্টা করে। এতে আমরা বাঁধা দিলে তারা আমাদের উপর হামলা করে। উল্টো তারা আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে।

এদিকে রাত আটটার সময় সীতাকুণ্ড মডেল থানার এসআই সুজায়েত এর নেতৃত্বে পুলিশ কদমরসুল এলাকা থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জানে আলম ও সাহাব উদ্দিন নামে দুইজনকে আটক করেছে।

এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ সংঘর্ষের বিষয়টি স্বীকার করে বলেন, জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, ঘটনাস্থলে এসআই সুজায়েতকে পাঠানো হয়েছে। একপক্ষের অভিযোগের ভিক্তিতে দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *