বিশ্বকাপ জিততে যুবাদের লক্ষ্য ১৭৮ রান

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শরিফুল-অভষেকদের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে মাত্র ১৭৭ রানে অল আউট করেছে বাংলাদেশ যুব দল। ফলে প্রথমবারের মত কোন বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা জিততে বাংলাদেশের দরকার ১৭৮ রান।

টসে জিতে বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই বাংলাদেশি পেসার শরি ও সাকিব। প্রথম ৬ ওভারে ফেন মাত্র ৮ রান। এরপর নিজের প্রথম ওভারে এসেই উইকেট তুলে নেন ফাইনালে একাদশে আসা অভিশেক দাস। ফিরিয়ে দেন ভয়ঙ্কর সাক্সেনাকে।

তবে জেসওয়াল ও তিলাক ভার্মার ৯৬ রানের জুটিতে ম্যাচে ফেরার প্রয়াস চালায় ভারত। তবে নিজের দ্বিতীয় স্পেলে এসে তিলাক ভার্মাকে ৩৮ রানে ফিরিয়ে দেন সাকিব। ফলে আবারও চাপে পড়ে ভারত। এর দুই ওভার পরেই ভারতীয় শিবরে আঘাত হানেন রকিবুল। ভারতীয় অধিনায়ক প্রিয়াম গার্গকে ৭ রানে ফিরিয়ে দেন তিনি।

তবে দুর্দান্ত খেলে ভারতের ইনিংস একাই টেনে নিয়ে যাচ্ছিলেন জেসওয়াল। দারুণ খেলে তুলে নেন নিজের অর্ধশতক৷ এগিয়ে যাচ্ছিলেন নিজেত শতকের দিকে। তবে ব্যক্তিগত ৮৮ রান করে শরিফুলের দুর্দান্ত এক ডেলিভারিতে ফিরে যান তিনি। এরপরের বলেই উইকেটে আসা ভিরকে ০ রানে ফিরিয়ে ভারতকে আবার ব্যাকফুটে ঠেলে দেন শরিফুল।

এরপরের ওভারেই দুর্দান্ত ফিল্ডিংয়ে সেট ব্যাটসম্যান জুরেলকে রান আউটের ফাদে ফেলে ফিরিয়ে দেয় বাংলাদেশ।

যুব বিশ্বকাপ টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টানা ৯ ম্যাচ জিতে নিজেদের টানা জয়ের রেকর্ড নতুন করে লিখেছেন আকবর আলি-মাহমুদুল হাসান জয়রা।

অন্যদিকে ভারত তাদের শেষ ১৮ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে হেরেছে। চলতি টুর্নামেন্টে তারাও বাংলাদেশের মতোই অপরাজিত। যে কারণে, শিরোপা জেতার জন্য টাইগারদের সামর্থ্যের শেষ বিন্দুটুকু দিয়ে খেলতে হবে তাদের।

ফাইনালে আজ এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। হাসান মুরাদের জায়গায় দলে এসেছেন পেসার অভিষেক দাস।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদত হোসেন, শামিম হোসেন, আকবর আলি, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান, অভিষেক দাস, শরিফুল ইসলাম।

ভারত একাদশ:
ইয়াসভাসি জেসওয়াল, দিবায়ানস সাক্সেনা, তিলাক ভার্মা, প্রিয়াম গার্গ, ধ্রুব জুরেল, সিদ্ধেশ ভির, অথর্ব অঙ্কলেকার, আকাশ সিং, কার্তিক তিয়াগি, রভি বিষ্ণুই, শাস্বত রাওয়াত

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *