২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তিনলক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যের ১১শ’ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১১টায় উপজেলার ভাটিয়ারী এলাকায় মহাসড়কের পাশে বাস কাউন্টারের সামনে থেকে দুজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই আবদুল মজিদ সরকারেরর নেতৃত্বে দুইজনকে আটক করে তাদের শরীর তল্লাশী করলে একজনের কাছ থেকে ৬শ ও আরেকজনের কাছ থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন লক্ষ তিরিশ হাজার টাকা।
আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার দিঘলী বাজার ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো. মোবারক হোসেন (২৪) ও চট্টগ্রাম জেলার পটিয়া থানার দক্ষিণ শ্রীমাই উত্তরপাড়া গ্রামের মো. শামছুল আলমের ছেলে মো. মহিউদ্দিন (৩০)। তারা উভয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানায় একটি ভাড়া বাসায় বাস করে আসছিলেন।
সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) সুমন বণিক ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, বিশেষ অভিযানে ভাটিয়ারী এলাকা থেকে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১),১০ এর (ক) ধারায় মামলা রুজু করে কোর্টে প্রেরন করা হয় বললেন এ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply