করোনা ভাইরাস: মুখের ‘আদল’ বদলে যাচ্ছে নার্সদের

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে চীনে। তারপরেও থেমে নেই করোনাভাইরাসের বিরুদ্ধে বহুমুখী লড়াই।

প্রতিদিনই নিজেদের একটু একটু করে নিংড়ে দিচ্ছেন সেখানকার চিকিৎসক, নার্স, চিকিৎসাকর্মী থেকে সাধারণ মানুষ। এমনই নানান ছবি উঠে আসছে সংবাদমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায়।

তারই মধ্যে একটি পোস্টে দেখা গেলো, কীভাবে চীনের নার্সরা নিজেদের মুখের আদলই প্রায় পরিবর্তন করে ফেলেছেন করোনাভাইরাসের সঙ্গে লড়তে লড়তে।

পিপলস ডেইলি চায়না’র টুইটার হ্যান্ডলে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দীর্ঘ সময় মাস্ক পরে থাকার কারণে মুখের ওপর নানান জায়গায় কীভাবে তার দাগ বসে গিয়েছে। এক নার্সের চোখের নিচে একটি ব্যান্ডেজ দেখা যাচ্ছে।

মাস্ক পরেই সম্ভবত সেখানে ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। তার জন্যই তিনি ব্যান্ডেজ করে রেখেছেন সেখানে।

দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার কারণে আর এক নার্সের নাকের ওপর রক্ত জমে থাকতে দেখা যাচ্ছে। কারও এমন ক্ষত তৈরি না হলেও গভীর দাগ ফুটে উঠতে দেখা গিয়েছে। চোখে মুখে ক্লান্তির ছাপও স্পষ্ট।

ওই টুইটের পোস্টের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা লিখেছে, নার্সদের এই লড়াই কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছে, তাদের প্রশংসা পাচ্ছেন। এই দেবদূতদের সেলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *