২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াছমিন আক্তার নামে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে।
সোমবার রাত ৮ টার দিকে উপজেলার পুটিবিলা গৌড়স্থান চিরা মুড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ইয়াছমিন আক্তার ওই এলাকার রিক্সা চালক শাহ আলমের মেয়ে। সে গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান হাজী মুহাম্মদ ইউনুছ। তিনি নিহতের পরিবারের বরাতে বলেন, নিহত ইয়াছমিনকে মাদ্রাসায় যাবার সময় প্রতিদিন কিছু যুবক উত্ত্যক্ত করে আসছিলো। সোমবার সে মাদ্রাসা থেকে ফিরে এসে অপমানে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে গুরুতর অবস্থায় ইয়াছমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply