ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা ও পৌরসভাস্থ রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমা আকতারের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান (১২ ফেব্রুয়ারী) বুধবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে ও মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ সরোয়ার উদ্দীন।
এতে মুহাম্মদ ইউসুফ চৌধুরী, মুহাম্মদ নজরুল ইসলাম, মোহম্মদ সেলিম উদ্দীন, জামাল উদ্দীন, মুহাম্মদ আবু জাফর, সাংবাদিক এম.জুনায়েদ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দ উপস্হিত ছিলেন।
এতে ছাত্র-ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, সানজিয়া তাবাস্সুম, ফারহানা জান্নাত ও প্রমি সুলতানা লিজা।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সরোয়ার উদ্দীন বলেন, বিদায়ী শিক্ষিকা শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়েরর যাবতীয় কাজ অত্যান্ত দায়িত্বশীলতার সাথে পালন করেছেন। ম্যাডামের অবদান স্কুল কতৃপক্ষ সব সময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি রুনা ম্যাডামের সুখী ও সুস্থ জীবন কামনা করছি।
বিদায়ী শিক্ষিকা রুনা আকতার বলেন, শিক্ষকতা মহান ও পবিত্র পেশা। এ বিদ্যালয়ের প্রতিটি অবকাঠামো আমার অঙ্গ। প্রতিজন ছাত্র-ছাত্রী আমার সন্তান। যেখানে থাকি সবসময় তাদের প্রতি ভালোবাসা থাকবে।
Leave a Reply