সাধারণের মাঝে অসাধারণ অর্থনীতি বিভাগের “র‍্যাগ ডে” আয়োজন

কুবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের র‍্যাগ ডে, বিষয়টা সব শিক্ষার্থীদের কাছেই একটু ভিন্ন আমেজ সৃষ্টি করে। কেউবা হয় স্মৃতিকাতর কিংবা কেউ শিক্ষাজীবনের সমাপ্তিতে হয়ে পড়েন আবেগ আপ্লুত।

এই দৃশ্যের বাইরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজন করেন একটু ব্যতিক্রম কিছু, যা সবার কাছে নতুনের বার্তা বহন করে।

অর্থনীতি নবম ব্যাচের শিক্ষার্থীরা র‍্যাগ ডে উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করে। এই ভিন্ন ধর্মী আয়োজনকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।

১২ ই ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন মাঠে অর্থনীতি ২০১৪-১৫ সেশনের র‍্যাগ ডে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান ড. মোঃ শামিমুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ জাকির ছায়াদুল্লাহ খান, ড.কাজী কামাল উদ্দিন, প্রভাষক সাইফুল ইসলাম সহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ভিন্ন ধর্মী এমন আয়োজন নিয়ে অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী ঐশ্বর্য মিম বলেন, “আমাদের কাছেও ভালো লাগছে এতিমদের কিছু দিতে পেরে, আমাদের শিক্ষকদেরও অনুপ্রেরণা ছিলো এতে, আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও যাতে মানুষের কল্যানে কিছু করে যান বিদায় বেলায়।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *