ডিএমপির শ্রেষ্ঠ এসি ইলিয়াছ হোসেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ সহকারী কমিশনার নির্বাচিত হয়েছেন মো. ইলিয়াছ হোসেন। দু’টি ক্যাটাগরিতে চকবাজার জোনের এই কর্মকর্তা এ পুরস্কার পান।দ্বিতীয়বারের মতো তিনি পুরস্কৃত হয়েছেন।

সোমবার বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে এ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোহা.শফিকুল ইসলাম।

সভায় ঢাকা মহানগরের আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে আরও পুরস্কার প্রদান দেওয়া হয়। জানুয়ারি মাসে ডিএমপির আট ক্রাইম বিভাগের মধ্যেযৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেলালবাগ ও তেজগাঁও বিভাগ।

এর মধ্যে মো.ইলিয়াছ হোসেন শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এবং বিট পুলিশিং কার্যক্রম- এই দু’টি ক্যাটাগরিতে পুরস্কার পান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *