নবজাতক চুরির নেপথ্যের গল্প উদঘাটন করল পুলিশ! নবজাতক উদ্ধার, ৫ গ্রেফতার

নবজাতক চুরির নেপথ্যের গল্প উদঘাটন করল পুলিশ

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চুরি হওয়া এক নবজাতকের মায়ের দায়ের করা মামলা তদন্ত করতে গিয়ে নবজাতক চুরির নেপথ্যের গল্প উদঘাটন করেছে সিএমপির চাঁন্দগাও থানা পুলিশ। 

এক এক করে ৫ বার হাত বদল হওয়া ৪ মাস বয়সী নবজাতকটি উদ্ধার করার পাশাপাশি নবজাতক চোর চক্রের ৪ সদস্য এবং গল্পের রূপকার শিশুর পিতাকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়।

গত ১২ ফেব্রুয়ারি বুধবার থেকে ১৫ ফেব্রুয়ারি রোববার পর্যন্ত টানা চারদিন নগরী ও জেলার রাউজান এবং রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নবজাতক শিশুটির পিতা মো. ইসহাক (৪০), রোজি, কামাল, নাজমা ও নাসিমা।

থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকা থেকে চার মাস বয়সী এক নবজাতক শিশু চুরি হওয়ার অভিযোগ করেন শিশুটির মা। অভিযোগটি তদন্ত করতে গিয়ে ওই এলাকা থেকে সংগৃহিত একটি সিসি টিভি ফুটেজে দেখা যায় শিশুটির পিতা মো. ইসহাক স্বেচ্ছায় এক মহিলার হাতে টাকার বিনিময়ে নবজাতকটিকে হস্তান্তর করছে।

পরবর্তীতে শিশুটির পিতাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভাবের তারনায় নবজাতকটিকে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে রোজি নামে এক মহিলার কাছে বিক্রি করার কথা স্বীকার করে নেন। এরপর শিশুটির মাকে সান্তনা দিতে মিথ্যে চুরির গল্প সাজায়।

তার কথা মতে নগরীর চান্দগাঁও থানার এসআই কাজলের নেতৃত্বে একটি টিম রোজির অবস্থান নিশ্চিত হয়ে রাঙ্গুনিয়া জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররের পর রোজি জানায় সে কামাল নামে অন্য এক ব্যাক্তির কাছে শিশুটিকে বিক্রি করে।

তার দেয়া তথ্যমতে পুলিশ কামালকেও গ্রেফতার করে। কামাল জানায় নাজমা নামের এক মহিলার কাছে নবজাতকটি বিক্রি করেন। গ্রেফতার করা হয় নাজমাকেও। তবে এবারও শিশুটির কোন হদিস মেলেনি। আবারও নাজমার হাত ঘুরে শিশুটি চলে যায় নাসিমা নামের অপর এক মহিলার হাতে।

অবশেষে জেলার রাউজান থেকে নাসিমাকে গ্রেফতার করা হয় এবং ৫ বার হাত বদলের পর নবজাতক শিশুটিকে পুলিশ উদ্ধার করে।

এসব তথ্য নিশ্চিত করে অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই কাজল জানায়, শিশুটি চুরি কিংবা অপহরণ হয়নি। শিশুটির পিতাই মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে তার স্ত্রীর কাছে এসে মিথ্যে চুরির গল্প সাজায়।

তিনি বলেন, আমরা চারদিনের টানা অভিযানে এ গল্পের মূল রহস্য উদঘাটন করি এবং নবজাতক চোর চক্রের ৪ সদস্যসহ শিশুটির পিতাকে গ্রেফতার করি। থানার সকল আইনী প্রক্রিয়া শেষ করে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হবে বললেন এ পুলিশ কর্মকর্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *