দূর্গাপুজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নই,এটি আজ সর্বজনীন উৎসবে পরিনত হয়েছে। “হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী ওসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টারি আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
রবিবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলার এনায়েতপুর জ্বালাকুমারী সংঘ পুজা মন্ডপে হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যেগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিষদের সভাপতি লিটন মহাজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলু দাশ’ এর সঞ্চালচনায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব ইউনুচ গনি চৌধুরী। পরিষদের প্রধান উপদেস্টা ড.শিপক নাথ,ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান সি আই পি,পরিষদের উপদেষ্টা কারুকাঞ্চন আচার্য।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সুভাষ নাথ ও স্বাগত বক্তব্য রাখেন পরিষদের যুগ্ন- সম্পাদক ছোটন দাশ।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক এম আলী আব্বাস,ছাত্রনেতা আজম উদ্দীন, হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের সিঃ সহ-সভাপতি অসিম দাশ গুপ্ত,আইন বিষয়ক সম্পাদক এড. কৃষ্ণপ্রসাদ নাথ,তান্ত্রিক দূর্গাপদ আচার্য্য, সাহস শীল,জয়দেব শীল,সুমন বৈষ্ণব,শিপন নাথ,পিয়তোষ শীল প্রমূখ।
Leave a Reply