কনকর্ড ফয়’স লেক ভ্রমণে আগরতলা সাংবাদিক প্রতিনিধি দল

আগরতলা সাংবাদিক প্রতিনিধি দল

২৪ ঘন্টা ডট নিউজ। গণমাধ্যম ডেস্ক : ত্রিপুরার স্যন্দন পত্রিকার ক্রীড়া সাংবাদিক সরযু চক্রবর্তীর নেতৃত্বে আগরতলা থেকে ১৮ সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল সম্প্রতি ফয়’স লেক ভ্রমণে আসেন।

ফয়’স লেক এ্যামিউজমেন্ট পার্কে আগত সাংবাদিকরা কনকর্ড গ্রুপের কর্মকর্তাদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় শেষে পার্কের সৌন্দর্য্যে তারা মুগদ্ধতা প্রকাশ করেন।

এরপর পরিবেশ বান্ধব ব্যাটারিচালিত বোটে লেকভ্রমণ শেষে ওয়াটারপার্ক সী-ওয়ার্ল্ড এর সকল রাইড উপভোগ করেন। সার্কেল ওয়েভপুলসহ সকল রাইড উপভোগে আনন্দ উল্লাসে মেতে ওঠে।

ফয়’স লেক কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার কমান্ডার (অব:) এস এম মনোয়ারুল ইসলাম আগত সাংবাদিকদের সাথে কেক কেটে তাদের এ ভ্রমণকে উদ্যাপন করেন।

পরিশেষে সকলে মিলে সান্ধ্যকালীন নাস্তা গ্রহণের সাথে ত্রিপুরা ও চট্টগ্রামের বাণিজ্য ও পর্যটণ উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। পাঁচঘন্টা ভ্রমণ শেষে অতিথি সাংবাদিকবৃন্দ জানান এ ভ্রমণ তাদের চট্টগ্রামে বেড়ানোর আনন্দকে বাড়িয়ে দিয়েছে।

আগরতলা সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ফারুক ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *