সীতাকুণ্ডে চোরাই সেগুন ও গামারি কাঠসহ কাভার্ডভ্যান আটক

কাভার্ডভ্যান আটক

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই সেগুন ও গামারি গোল কাঠসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা মিরসরাই নিজামপুর এলাকা থেকে কাঠ বোঝায় কাভার্ডভ্যানটি আটক করে নিয়ে আসেন।

কাভার্ডভ্যানটিতে অনুমানিক ১২ লক্ষ টাকার চোরাই সেগুন ও গামারি কাঠ ছিল বলে জানায় বন কর্মকতা।

জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন ও গামারি গোল কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল (চট্ট মেট্রো ট ১১-৬০৭৫) একটি কাভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারা কাঠ বোঝাই কভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে ব্যরিকেট দিয়ে দেয় বন কর্মকর্তারা।

পরে কাভার্ডভ্যানটির চালক ব্যরিকেট কেটে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এক পযার্য়ে বন কর্মকর্তারা কাভ্যার্ডভ্যানের পিছনে ধাওয়া করতে করতে মিরসরাই নিজামপুর এলাকায় গিয়ে কাভার্ডভ্যানটি আটক করে মাদাম বিবিরহাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।

এই বিষয়ে, ১৯২৭ সনের বন আইনে (২০০০) সংশোধনে ৪১ ও ৪২ ধারা বন আইনে ২০১৪ বিভাগীয় অরন্য পরিবহন বিধি মালা ২০১১ এর ধারা দন্ড বিধি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট- কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *