২৪ ঘন্টা ডট নিউজ।সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় গানের আসর থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ২৩ (ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বারদোনার ৭নং ওয়ার্ডের মিয়াজী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকের নাম মো. নাছির (৩৯)। তিনি ওই পাড়ার মৃত আমিন উল্লাহর ছেলে বলে জানা গেছে।
তথ্যটি নিশ্চিত করেন সাতকানিয়া থানার এসআই আক্কাস আলী। তিনি বলেন, তাদের কাছে গোপন তথ্য ছিলো বারদোনার ৭নং ওয়ার্ডের মিয়াজী পাড়ার গানের আসরে এক যুবকের কাছে অস্ত্র দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে জানালেন তিনি।
Leave a Reply