ইয়াবাসহ লোহাগাড়া থানা পুলিশের জালে ধরা ঢাকার রাসেল

ইয়াবাসহ লোহাগাড়া থানা পুলিশের জালে ধরা ঢাকার রাসেল

২৪ ঘন্টা ডট নিউজ। লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে ঢাকার মাদক কারবারি মোহাম্মদ রাসেল হোসেন (২৫)। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত রাসেলের লাঞ্চার প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৯-৫২২৭) জব্দ করে পুলিশ।

গতকাল ২৩ ফেব্রুয়ারি রাত ৮ টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও প্রাইভেটকারসহ রাসেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল ঢাকা হাজারীবাগ থানার (ডিএমপি) ৫৬ নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম। তিনি জানান, তাদের কাছে আগে থেকেই খবর ছিলো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক স্থান দিয়ে একটি প্রাইভেট কারে করে ইয়াবা পাচার করা হচ্ছে।

এমন খবরে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক ও এসআই গোলাম কিবরিয়াকে সাথে নিয়ে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

রাত ৮টার সময় একটা লাঞ্চার প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িটি থামিয়ে তল্লাশী চালানো হয়। এতে ১৮ লাখ টাকা মূল্যের ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা বহনের দায়ে রাসেল নামে ঢাকার এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার রাসেলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করার কথা জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *