পটিয়ায় অস্ত্র ঠেকিয়ে গাড়ি চালককে অপহরণের ঘটনায় গ্রেফতার ২

অস্ত্র ঠেকিয়ে গাড়ি চালককে অপহরণ গ্রেফতার ২

২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া থেকে অস্ত্র ঠেকিয়ে এক গাড়ি চালককে অপহরণের ঘটনায় ১৪ মামলার আসামি সাইফুলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) গভীররাতে চট্টগ্রামের ভাঙ্গাপুল থেকে পুলিশ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ সাইফুল উদ্দিন প্রকাশ বালু সাইফু (৩৫) ও মো. মুছা (২৭)। এর আগে গত শনিবার একই ঘটনায় পটিয়া পূর্ব হাঈদগাঁও মাহাদাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ কাসেমের ছেলে মোহাম্মদ নয়ন (৩২)কে পুলিশ গ্রেফতার করেছে।

জানা যায়, গত শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাত ৯টার সময় উপজেলার হাঈদগাঁও সাতগাছিয়া দরবার শরীফ এলাকা থেকে অস্ত্র ঠেকিয়ে চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রামের বাসিন্দা গাড়ি চালক মোসলেম উদ্দিনকে অপহরণ করে দুবৃর্ত্তরা।

পুলিশ জানিয়েছে আলমগীর আলম নামের এক ব্যক্তি লাকড়ি বহনের জন্য পিকআপ ভ্যান ভাড়া করে। ওই পিকআপের চালক ছিলেন মোসলেম উদ্দিন। গত শনিবার রাত ৯টার সময় লাকড়ি নিতে যাওয়ার সময় ১০/১২ জনের উপজাতি চাকমা চেহারার সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে গাড়ি চালক মোসলেমকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপন দাবী করে।

পরে তাকে ছাড়িয়ে নিতে পরিবারের লোকজন টাকা নিয়ে নির্দ্দিষ্ট স্থানে পৌছালেও ঘটনাস্থলে অপহরণকারী চক্রের কোন সদস্য টাকা নিতে আসেনি। উদ্ধার হয়নি চালক মোসলেম উদ্দিন।

বিষয়টি পটিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশের পৃথক দুটি টিম ঘটনাস্থলে যায়। সেদিন কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও পরেরদিন শনিবার নয়ন নামের একজনকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ গ্রেফতার করে।

অপহৃত গাড়ি চালক মোসলেম উদ্দিনকে উদ্ধারে পটিয়া থানা পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, মোহাম্মদ সাইফুল উদ্দিন ও মো. মুছা নামে এ ঘটনায় জড়িত আরো দুজনকে রবিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাইফুলের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্য মামলাসহ মোট ১৪ টি মামলা আছে বলে জানান ওসি।

ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে তাদেরকেও গ্রেফতার চেষ্টার পাশাপাশি অপহৃত মোসলেম উদ্দিনকে উদ্ধারে চেষ্টা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *