রাউজানে পূজা মন্ডপ থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেলো যুবকের

.jpg

চট্টগ্রামের রাউজানে পূজা মন্ডপ থেকে ফেরার পথে ব্যস্ততম চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের জানালীহাট এলাকায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো জয়ব্রত ধর (২৩) নামের এক যুবকের ।

সোমবার শেষ রাতে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর জানালীহাট এলাকার প্রসন্ন প্রাইমারি স্কুলের সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

নিহত জয়ব্রত ধর রাউজান পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বণিক পাড়ার লক্ষী কান্ত ধরের ছেলে। এই দূর্ঘটনায় জয়ব্রত ধরের চার বন্ধু আহত হয়।

আহতরা হলেন, জানালীহাট এলাকার নারায়ন ধরের পুত্র রাজেশ ধর (২০), চিকদাইর এলাকার রাখাল বিশ্বাসের পুত্র সৌরভ বিশ্বাস, আশিষ ধরের পুত্র জনি ধর (২০), একই এলাকার নারায়ন বিশ্বাসের পুত্র জনি বিশ্বাস (২৬)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বন্ধুদের নিয়ে সারারাত এলাকার বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে শেষ রাতে চিকদাইর এলাকার বন্ধুদের এগিয়ে দিতে মোটর সাইকেল নিয়ে যাওয়ার পথেই সড়ক দূর্ঘটনার কবলে পড়েন জয়ব্রত ধরসহ তার বন্ধুরা। সেখান থেকে আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক জয়ব্রত ধর।

এই ঘটনায় জয়ব্রত ধরের পরিবারে চলছে শোকের মাতম। পূজোর আনন্দের মাঝে ছেলের আকস্মিক মৃত্যু সংবাদ শুনে থমকে গেলো বাড়ির কর্মচঞ্চলতা। বিষাদের এই সংবাদে যেন শোকে পাথর হয়ে গেলেন তার স্বজনরা। সোমবার রাতেই জয়ব্রত ধরের দাহপ্রক্রিয়া সম্পন্ন হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *