ঠাকুরগাঁও প্রতিনিধি : মুজিববর্ষ ২০২০ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মাশহুরা বেগম হুরা, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলাল মাস্টার, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন প্রমুখ।
সভায় মুজিবশতবর্ষ উদযাপনে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং বিভিন্ন কমিটি গঠন করা হয়।
Leave a Reply