খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত আ’লীগ:বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, মামলা হামলা বর্বরতায় ক্ষমতায় টিকে আছে আওয়ামীলীগ সরকার। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জনপ্রিয়তায় ভীত আওয়ামীলীগ।

মিথ্যা প্রহসনের মামলার জালে কারাগারে দেশনেত্রীকে বন্দি করে রেখেছে। একদলীয় শাসন কায়েম করে বাকশালের শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেয়া বাকি মাত্র।

তিনি এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর উপর পুলিশী হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর উপর পুলিশী হামলার প্রতিবাদে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ইউসুফ বিন জলিল বলেন, দেশের প্রত্যেকটি সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে। সামান্য যুবলীগ নেত্রীর পাঁচ তারকা হোটেলে প্রেসিডেন্ট স্যুট ভাড়া নিয়ে প্রশাসনের প্রত্যক্ষ মদদে অবৈধ ব্যবসা করেছে। আইন শুধু বিএনপি দমনে। পুলিশ আজ শুধু খুঁজে বিএনপি দলীয় নেতা কর্মী সমর্থকদের।

তিনি কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার, তার প্রকৃত চিকিৎসা ও ন্যায্য জামিনের জন্য আদালতের উপর নগ্ন হস্তক্ষেপ না করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, লুটপাটে ব্যস্ত আওয়ামীলীগ সরকার। ভোট রোগে আক্রান্ত শাসক গোষ্ঠী। দেশনেত্রীকে রাজনীতি থেকে দূরে রাখতেই মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে।ক্ষমতার মসনদ চিরস্থায়ী করতেই সর্বদা কূটকৌশলে ব্যস্ত আওয়ামীলীগ সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম তিতাস।

বিশেষ অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার রাষ্ট্রীয় ষড়যন্ত্র চলমান। শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা কখনোই বাস্তবায়ন করতে দেবে না।

নির্বাচন আসলেই শাসক দলের আসল চরিত্র ফুটে উঠে দেশবাসীর কাছে। সারা বছর লুটপাটে ব্যস্ত থাকা জনগণের উপর মোটেই আস্থা নেই। জনগণ ভোট দিতে পারলেই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে চিরতরে।

তিনি এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও রুহুল কবীর রিজভীর উপর হামলাকারীদেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামান ও চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের পরিচালনায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ-সভাপতি নূর আহমদ গুড্ডু, এস এম শাহ আলম রব, সাহেদ আকবর, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, মো. ইলিয়াছ, আবদুল করিম, মোহাম্মদ মুছা, মনিরুল হাসান সিদ্দিকী, হাসান মুরাদ, এড. ফিরোজ, মুজিবুর রহমান মুজিব, আবু সুফিয়ান, অরুপ বড়ুয়া, মো. আলী সাকি, যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবীর, মো. সেলিম, এরশাদ হোসেন, আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটওয়ারী, রাজন খান, মোর্শেদ আহমেদ, ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, কামাল পাশা, আসাদুর রহমান টিপু, ওসমান গনি, শাহজালাল পলাশ, মুজিবুর রহমান রাসেল, জাফর আহমদ খোকন, রাসেল নিজাম, মো. ইয়াসিন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মো. আলাউদ্দিন, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, নূরুল আমিন, মো. ইকবাল, সহ-সম্পাদক আতিকুর রহমান, কমল জ্যেতি, মাহবুবুর রহমান, মো. জহিরুল ইসলাম জহির, মনজুর আলম, মিজানুর রহমান বাবুল, গিয়াস উদ্দিন টুনু, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ কামাল উদ্দিন, আশরাফ উদ্দিন, সিরাজ সিকদার, ইব্রাহিম খান, দেলোয়ার হোসেন, সালাহ উদ্দিন, মো. ইদ্রিস, জাফর সাদেক সোহেল, মাস্টার ফজলুল হক, ইয়াসিন আজাদ, মো. ইউসুফ, আবুল কালাম আবু, আবু বক্কর সিদ্দিকী আবু, সাইদুল ইসলাম, মিজানুর রহমান দুলাল জাহাঙ্গীর আলম মানিক, ইমরান ভূঁইয়া, নগর যুবদলের সদস্য আইয়ুব আলী, শাবাব ইয়াজদানী, সোহাগ খান, আবদুস সাত্তার, রাশেদ পারভেজ, আবদুল করিম, সাখাওয়াত কবীর সুমন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুর আলম মঞ্জু, শওকত খান রাজু, সাহেদ খান পারভেজ, ইউনুস মুন্না, আইয়ুব আলী, রাসেল আকাশ, সাইফুল ইসলাম, মেজবাহ উদ্দিন চৌধুরী, আবু বক্কর বাবু, এস এম আলী, বাদশা আলমগীর, এস এম শাহবাজ, মো. হাসান, মো. ইউনুস, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *