‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন চুয়েটের চার শিক্ষার্থী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত ২০১৮ সালের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার কৃতি শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজনই বর্তমানে চুয়েটে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পদক প্রদান করেন। এ সময় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত চুয়েটের শিক্ষার্থীরা হলেন পুরকৌশল বিভাগের মুহাম্মদ সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঞ্চয় বড়ুয়া, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. নাজমুল হুদা নাঈম, পেট্রেলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের কাকন সুলতানা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুরকৌশল বিভাগের মুহাম্মদ সাইফুল ইসলাম তাঁর এ কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং তাঁর এই প্রাপ্তি প্রয়াত বড় বোন সামিহা সুলতানা নাজমার জান্নাতির প্রতি উৎসর্গ করেন।

তিনি বলেন, আমার এ সম্মানজনক অর্জনের পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে আমার পরম শ্রদ্ধেয় মা-বাবা, বাল্যকাল থেকে আজ অবধি আমার সকল শিক্ষাগুরু, পরিবার ও আত্মীয় স্বজন, সকল বড় ভাই সর্বোপরি সকল শুভাকাঙ্ক্ষীর দোয়া, দিকনির্দেশনা এবং ভালোবাসা।

আমি মনে করি, এ অর্জনের মাধ্যমে দেশমাতৃকার প্রতি আগাম দায়িত্ব ও কর্তব্য বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। একজন সুনাগরিক হিসেবে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালনের মধ্য দিয়ে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে নিজেকে নিয়োজিত করাই আমার অভীষ্ট লক্ষ্য। আপনাদের সকলের দোয়া, স্নেহ ও একান্ত সহযোগিতাই আমার সামনের বিশাল চলার পথে এগিয়ে যাওয়ার একমাত্র পাথেয়।

উল্লেখ্য ২০০৬ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ে অনুষদভিত্তিক সর্বোচ্চ নম্বর/সিজিপি এ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *