খালেদা জিয়ার জামিনের বিষয়ে সরকারের কোন করণীয় নেই : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এখানে সরকারের কোন করণীয় নেই।

আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভা ২০২০ এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আদালত যদি মনে করেন, তবে জামিন দিবেন। আর যদি মনে করেন, তিনি (খালেদা) জামিন পাওয়ার যোগ্য নন, তাহলে জামিন দেবেন না। এটি একান্তই আদালতের ব্যাপার, সরকারের কোন বিষয় নয়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী স্বাগত বক্তৃতা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *