২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে সড়ক দুর্ঘটনায় মো. রফিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সোয়া ৯টার সময় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সড়কের মুসলিম হলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রফিক কিশোরগঞ্জ জেলার সিরাজ মিয়ার ছেলে এবং নগরীর বিভিন্ন বাজারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, শুক্রবার সকাল সোয়া ৯টার সময় রেয়াজউদ্দিন বাজারে যাওয়ার পথে নগরীর কোতোয়ালি থানা মুসলিম হলের সামনে তিন চাকার একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় রফিক।
পরে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।
Leave a Reply